Views Bangladesh Logo

চুক্তিবদ্ধ হলেন ১৮ ‘বিদ্রোহী’ নারী ফুটবলার

‘বিদ্রোহ করা’ অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ জন নারী ফুটবলারের সঙ্গে অবশেষে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সূত্র জানায়, অনলাইনে তাদের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে বাফুফে। গত সপ্তাহে ওই ১৮ জনের চুক্তিপত্রে স্বাক্ষর করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। চুক্তিপত্র দেখে আনুষ্ঠানিকতা সারেন নারী ফুটবলাররা।

চুক্তিতে সই করা আটজন নারী খেলোয়াড় প্রধান কোচ পিটার বাটলারের অধীনে ক্যাম্পে রয়েছেন। অন্য দশজন খেলোয়াড়- সাবিনা, সানজিদা, মারিয়া, ঋতুপর্ণা, মনিকা চাকমা, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী, রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও মাতসুশিমা সুমাইয়া ভুটান লিগে খেলতে গেছেন।

১০ ফেব্রুয়ারি ৩৬ জন ফুটবলারের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছিল বাফুফে। এ নিয়ে মোট ৫৪ ফুটবলারের সঙ্গে চুক্তি হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ