Views Bangladesh

Views Bangladesh Logo

এনবিআরের মতিউর ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ২৬ জুন ২০২৪

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

বিএফআইইউর এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সব ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে ৩০ দিনের জন্য ব্যাংক হিসাব জব্দ করার চিঠি দিয়েছে বিএফআইইউ।

এরইমধ্যে মতিউর রহমান ও তার পরিবারের বিও (বেনিফিশিয়ারি ওনার) অ্যাকাউন্টও ব্লক করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দের আহ্বান জানায় দুর্নীতি দমন কমিশন। যার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় লেনদেন সম্পর্কিত এই দুটি নিয়ন্ত্রক সংস্থা।

উল্লেখ্য, এনবিআরের শুল্ক, আবগারি ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন মতিউর রহমান। কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় রোববার সেখান থেকে তাকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করে অর্থ মন্ত্রণালয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ