Views Bangladesh Logo

হারুন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ আদেশ জারি করে। ফলে হারুন ও তার পরিবারের সদস্যরা এখন থেকে ব্যাংকে আর কোনো টাকা উত্তোলন করতে পারবেন না।

মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এক মাসের জন্য অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএফআইইউ-এর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, হারুন ও তার স্ত্রী শিরিন আক্তার এবং তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনও ব্যাংক হিসাব থাকলে সেটিও স্থগিত করতে হবে।

এছাড়া হারুন, তার স্ত্রী এবং তাদের পরিবারের সদস্যদের (মা, বাবা, ভাই ও বোন) নামে পরিচালিত সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য বা দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি দালিলাদি, লেনদেন বিবরণী ইত্যাদি) এবং প্রদত্ত তথ্য-শিট চিঠি ইস্যুর তারিখ থেকে তিন কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের আগেই হারুনকে ডিবি থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে বদলি করা হয়। সরকার পতনের পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ