জব্দ অ্যাকাউন্ট থেকে ১৫ হাজার কোটি টাকা উদ্ধার করবে বিএফআইইউ
সন্দেহজনক লেনদেন ও মানি লন্ডারিংয়ে জড়িত ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে ১৫ হাজার কোটি টাকা উদ্ধারে আইনি ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
গত বছরের ৮ আগস্ট থেকে প্রাক্তন মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীসহ ৩৫০টির বেশি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। ওইসব অ্যাকাউন্ট থেকে পাচার হওয়া টাকা উদ্ধারের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিএফআইইউর সাবেক প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।
তিনি বলেন, ‘পাচার হওয়া তহবিল প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে।’
‘যদিও জব্দ অ্যাকাউন্টগুলো সাত মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে আইনি প্রক্রিয়াগুলো এই সময়কাল বাড়িয়ে দিতে পারে’- যোগ করেন তিনি।
একজন বিএফআইইউ কর্মকর্তা নিশ্চিত করেছেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তবে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে না।
অর্থ পাচারের বিরুদ্ধে ‘জিরো-টলারেন্স’ পদ্ধতির অংশ হিসেবে সমন্বিতভাবে এসব পদক্ষেপ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক), কাস্টমস ইন্টেলিজেন্স এবং বিএফআইইউ বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে