Views Bangladesh

Views Bangladesh Logo

কোটা আন্দোলনে সাংবাদিক হত্যা-নির্যাতনের ঘটনায় বিএফইউজের তদন্ত কমিটি গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

দেশজুড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের ঘটনার তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

জানা গেছে, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে।

প্রেস রিলিজ সূত্রে আরও জানা যায়, কমিটির অপর দুই সদস্য হলেন বিএফইউজের মহাসচিব দীপ আজাদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আখতার হোসেন।

তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে বিএফইউজের সভাপতি ওমর ফারুকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ কাজে বিএফইউজের পক্ষ থেকে তদন্ত কমিটিকে তথ্য দেওয়ার জন্য সকল সহযোগী সংগঠনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ