সীমান্তে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর
নিখোঁজ ভারতীয় এক নাগরিকের মরদেহ পশ্চিমবঙ্গের বালুরঘাট লাগোয়া ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
শুক্রবার (৯ নভেম্বর) মরদেহটির পরিচয় শনাক্ত করার পর বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।
ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের ফ্ল্যাগ মিটিং শেষে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় পশ্চিমবঙ্গের বালুরঘাট থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মৃতদেহটি উদ্ধারের পর বাংলাদেশেই ময়নাতদন্ত হয়। তবে প্রতিবেদন এখনো আসেনি।
বালুরঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম সুকান্ত চক্রবর্তী। তিনি পশ্চিমবঙ্গের উত্তরের শহর বালুরঘাটের বাসিন্দা ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন। তিনদিন পর গত বৃহস্পতিবার তার মরদেহ পায় বিজিবি।
পরিবারের অভিযোগ, সুদ ব্যবসায়ীদের ষড়যন্ত্রে সুকান্ত চক্রবর্তীর মৃত্যু হয়েছে। তিনি দেনার দায়ে সুদ কারবারিদের কাছে গিয়েছিলেন। ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তিও চায় তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে