Views Bangladesh Logo

সীমান্ত ইস্যুতে ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফ বৈঠক

বশেষে সীমান্ত ইস্যুতে ফেব্রুয়ারিতে বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। দ্বি-বার্ষিক আলোচনার ৫৫তম সংস্করণের অংশ হিসেবে বিজিবির একটি প্রতিনিধিদল ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে বিএসএফের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে দুবার স্থগিত হয়েছিল ডিজি পর্যায়ের এ বৈঠক। সেটি এবার ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে পারে বলে বিএসএফ সূত্র জানিয়েছে। বৈঠকে সীমান্ত নিয়ে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা হতে পারে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বৈঠকের সময় নয়াদিল্লি এবং ঢাকা অন্যান্য বিষয়গুলির মধ্যে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ‘অনুপ্রবেশের প্রচেষ্টা বৃদ্ধি’র বিষয়েও আলোচনা করার সম্ভাবনা রয়েছে।

গত বছর এই আলোচনার তারিখ দুবার পিছিয়ে দেয়া হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের বাহিনীর মধ্যে এটিই হবে প্রথম শীর্ষ পর্যায়ের আলোচনা।

সূত্র অনুসারে, দুই প্রতিবেশী দেশের মধ্যে মোট ৪ হাজার ৯৬ কিমি আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৯৫.৪ কিমি জুড়ে ৯২টি চিহ্নিত জায়গায় বেড়া নির্মাণের বিষয়ে বাংলাদেশের উত্থাপিত আপত্তি সম্পর্কিত বিষয়গুলোও এই আলোচনায় গুরুত্ব পাবে।

বৈঠকের যৌথ রেকর্ড আলোচনা (জেআরডি) বিএসএফ এবং বিজিবি প্রধানদের দ্বারা স্বাক্ষরিত হবে। এই আলোচনার ভিত্তিতে সেটি প্রণয়ন করা হবে।

উল্লেখ্য, প্রতি বছর দুবার করে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, মাদক বিরোধীসহ অন্যান্য সংস্থার কর্মকর্তাদের নিয়ে দুই বাহিনীর প্রধান বৈঠক করেন। বিজিব ও বিএসএফ’র শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে ১৯৭৫ সালের ২ ডিসেম্বর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৩ সালে দিল্লি ও ঢাকায় দ্বিবার্ষিক বৈঠক করার সিদ্ধান্ত নেয়া হয়। এবারের বৈঠকটি হবে নয়াদিল্লিতে।

ফেব্রুয়ারিতে হতে যাওয়া এই বৈঠকের দিকে আপাতত তাকিয়ে দুই দেশের বিশ্লেষকরা। এ আলোচনায় দুদেশের সম্পর্কেও উন্নতি ঘটবে বলে মনে করছেন তারা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ