Views Bangladesh

Views Bangladesh Logo

রিসাইকেল ফাইবার উৎপাদনে ভ্যাট অব্যাহতির দাবি

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

রাসরি ও প্রচ্ছন্ন রপ্তানিমুখী রিসাইকেল ফাইবার মিলের কাঁচামাল স্থানীয়ভাবে সংগ্রহের ক্ষেত্রে ৭.৫% এবং পরবর্তীতে স্থানীয় স্পিনিং মিলে সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে ১৫% ভ্যাট মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনুষ্ঠিত ২০২৪-২৫ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানিয়েছে বিজিএমইএ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, রিসাইকেল ফাইবার উৎপাদনে স্থানীয় মূল্য সংযোজিত হয়। এ প্রক্রিয়ায় কোন প্রকার পানি বা রাসায়নিক উপকরণ ব্যবহার করা হয় না এবং কোন ধরনের কার্বন ডাই অক্সাই নিঃসরণ হয় না। ফলে পরিবেশ রক্ষায় এটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। কটনের বিকল্প হিসেবে ব্যবহৃত হওয়ায় আমদানির সর্বনিম্ন ৩০% বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

তিনি আরও বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের নতুন আইন অনুযায়ী, ২০২৫ সালে সর্বোচ্চ ৫০% অরগানিক কটন বা পলিয়েস্টারের সাথে আনুপাতিকহারে সংমিশ্রণে সুতি কাপড় উৎপাদন করতে হবে। স্বল্পোন্নত দেশ হতে আমাদের দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জিএসপি সুবিধা ২০২৬ সালে বাতিল হওয়ার প্রেক্ষিতে ইইউ ভূক্ত দেশসমূহে আমাদের গার্মেন্টস সামগ্রী কর আরোপযোগ্য হবে এবং একটি কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হবে।

এছাড়া উৎসে কর ১% থেকে কমিয়ে ০.৫০% করা, নগদ সহায়তার উপর কর কর্তনের হার ৫% নির্ধারণ, কর্পোরেট করহার ১২% করা, এইচ এস কোডে জটিলতা নিরসনের দাবি জানিয়েছে বিজিএমইএ।

বিকেএমইএ তাদের প্রস্তাবে উৎসে আয়কর ০.৫০% নির্ধারণ, নগদ সহায়তার উপর কর কর্তনের হার ৩% করা, শূন্য ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি, সকল পণ্য ও সেবার ক্ষেত্রে শতভাগ ভ্যাট অব্যাহতির দাবি জানিয়েছে।

এসময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, “রিসাইকেল করার মাধ্যমে যদি পরিবেশ পরিচ্ছন্ন হয়, তাহলে আমরা খুঁজে খুঁজে সেটা বের করে সাপোর্ট করতে চাই। পরিবেশের জন্য সহায়ক হলে আমাদের বাড়তি রাজস্ব দরকার নেই। রিসাইকেলের জন্য যা করণীয় আমরা করবো।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ