বিএনপি মহাসচিবের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বৈঠক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্কসহ নানা ইস্যুতে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও শক্তিশালী করার কথা বলেছে ভুটান।
তিনি আরও জানান, সেইসঙ্গে বাংলাদেশে হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার রফতানিতেও আগ্রহ দেখিয়েছে দেশটি। সার্ককে কার্যকর করার মাধ্যমে গোটা দক্ষিণ এশিয়ার সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে