Views Bangladesh

Views Bangladesh Logo

বিএনপি মহাসচিবের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বৈঠক

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্কসহ নানা ইস্যুতে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও শক্তিশালী করার কথা বলেছে ভুটান।

তিনি আরও জানান, সেইসঙ্গে বাংলাদেশে হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার রফতানিতেও আগ্রহ দেখিয়েছে দেশটি। সার্ককে কার্যকর করার মাধ্যমে গোটা দক্ষিণ এশিয়ার সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ