গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলার ঘোষণা বাইডেনের
যুক্তরাষ্ট্র গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পর গতকাল শুক্রবার এ ঘোষণা দেন বাইডেন।
গতকাল হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের বাইডেন আরও বলেন, আমাদের আরও কিছু করা প্রয়োজন। যুক্তরাষ্ট্র আরও কিছু করবে।
তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আমরা জর্ডানসহ আমাদের অন্য বন্ধুদের সাথে মিলিত হবো এবং অতিরিক্ত খাদ্যসহ অন্যান্য ত্রাণ গাজায় ফেলা শুরু করব।
গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যা করে হামাসের যোদ্ধারা। এ ছাড়াও ২৪০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে যায় তারা। সেদিনের ওই হামলার পর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এর ফলে গাজায় এখন চলছে তীব্র মানবিক সংকট।
এমন পরিস্থিতিতে গাজায় নতুন করে যুদ্ধবিরতি চুক্তির আলোচনাও অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শিগগিরই পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে।
এই সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তিনি বলেছেন, আমরা এখনও ইসরায়েলকে তাদের আত্মরক্ষার স্বার্থে সাহায্য করছি।
তবে বৃহস্পতিবারের ঘটনার কারণে যুদ্ধবিরতির এই আলোচনায় জটিলতা তৈরি হয়েছে। এদিন ত্রাণবাহী ট্রাক বহরের দিকে ছুটে যাওয়ার সময়ে ইসরায়েলি হামলায় ১০০’রও বেশি ফিলিস্তিনি নিহত হয়।
এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের চলমান অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৩০ হাজার ২২৮ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে