রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান বাইডেনের
যুক্তরাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করার এবং শান্তিপূর্ণভাবে তাদের মতপার্থক্য সমাধানের জন্য আবারও প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ।
তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার পর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন হবে 'পরীক্ষার সময়'। খবর ইউএনবি।
রোববার (১৪ জুলাই) ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া প্রাইম টাইম ভাষণে বাইডেন বলেন, “রাজনৈতিক আবেগ উঁচুতে উঠতে পারে, কিন্তু আমাদের কখনই সহিংসতায় নামানো উচিত নয়।”
প্রেসিডেন্ট বলেন, তার দল ও রিপাবলিকানরা বিভিন্ন নীতিগত দৃষ্টিভঙ্গি নিয়ে জোর প্রতিযোগিতা করতে পারে - তবে এটি অবশ্যই সঠিক চর্চার মধ্যে থেকেই করতে হবে।
বাইডেন বলেন, “নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা সবাই এখন পরীক্ষার মুখোমুখি হচ্ছি।”
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। কখনো ছিল না। এখনো তার ব্যতিক্রম নয়। আমরা এই সহিংসতা চলতে দিতে পারি না।”
গতকাল শনিবার সন্ধ্যায় এক বন্দুকধারীর হামলায় ট্রাম্পের কান রক্তাক্ত হয়ে যাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া তৃতীয় ভাষণে বাইডেন ছয় মিনিট কথা বলেন। এফবিআইয়ের উপপরিচালক পল অ্যাবেট বলেন, ট্রাম্পের সমাবেশে হামলার পর থেকে অনলাইনে এজেন্টরা ক্রমবর্ধমান সহিংস বক্তব্য দেখেছেন।
ট্রাম্পকে গুলিবর্ষণের পর থেকে প্রেসিডেন্ট ও তার দল রাজনৈতিক পরিস্থিতিকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে হিমশিম খাচ্ছিলেন।
বাইডেন এই হামলার তীব্র নিন্দা করলেও তার নির্বাচনি প্রচারের কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। রিপাবলিকানরাও একইভাবে তাদের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। কারণ সোমবার মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের উদ্বোধন করা হচ্ছে।
রাজনৈতিক উত্তেজনাকে একটি বলকানাইজড মিডিয়া উস্কে দিচ্ছে এবং আমেরিকান শত্রুরা এটিকে কাজে লাগাচ্ছে বলে আরও সতর্ক করে দেন বাইডেন।
এর আগে রবিবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বাইডেনকে ব্রিফ করা হয় এবং ট্রাম্পকে হত্যার চেষ্টার নিন্দা জানিয়ে বলেন, “জাতি হিসেবে আমরা যা কিছু সমর্থন করি তার বিপরীতে দাঁড়িয়েছি।”
তিনি বলেন, এ ধরনের হামলা কীভাবে ঘটতে পারে তা নিয়ে স্বাধীন নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট বলেন, তিনি মার্কিন সিক্রেট সার্ভিসকে আরএনসি’র জন্য সমস্ত সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট বলেন, তিনি এবং ফার্স্ট লেডি জিল বাইডেন শনিবার রাতে পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের সমাবেশে গুলিবিদ্ধ হয়ে নিহত সাবেক দমকল প্রধান কোরি কম্পেরাটোরের পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন।
গুলিবর্ষণের কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্পের সঙ্গে তার 'সংক্ষিপ্ত কথাবার্তা' হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট 'ভালো আছেন ও সুস্থ হয়ে উঠছেন'। তিনি 'আন্তরিকভাবে কৃতজ্ঞ'।
বাইডেন বলেন, “আমরা বিতর্ক করব এবং আমরা দ্বিমত পোষণ করব, এটি পরিবর্তন হবে না। কিন্তু আমেরিকান হিসেবে আমরা কারা তা ভুলে যাব না।”
শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে গুলি করা হয়। এ সময় অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। তবে তার কানের একপাশ গুলিবিদ্ধি হয়ে রক্ষাক্ত হন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে