শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার বাইডেনের
মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের রোজ গার্ডেন থেকে তিনি এ ভাষণ দেন।
তিনি আমেরিকানদেরকে ‘উত্তাপ কমানোর’ আহ্বান জানান এবং ট্রাম্পের বিস্ময়কর প্রত্যাবর্তনে উদ্বিগ্ন ডেমোক্র্যাটদেরকে সান্তনা দেওয়ার চেষ্টা করেন।
তিনি বলেন, “পিছিয়ে পড়াটা অনিবার্য হতে পারে। তবে হাল ছেড়ে দেওয়া অমার্জনীয়। একটা পরাজয়ের মানেই এই নয় যে, আমরা পরাজিত হয়ে গেছি। আমরা এই যুদ্ধে পরাজিত হয়েছি, কিন্তু আপনাদের স্বপ্নের আমেরিকাই আপনাদের ডাকছে আবার উঠে দাঁড়ানোর জন্য।”
“আমি আশা করি আমরা এটা করতে পারি। আপনি কাকে ভোট দিয়েছেন সেটি কোনও ব্যাপার না। আমরা অপর পক্ষকে প্রতিপক্ষ হিসাবে নয় বরং একজন আমেরিকান হিসাবে দেখতে পারি। উত্তাপ কমিয়ে আনুন।
“আমি এও আশা করি যে, আমেরিকার নির্বাচন পদ্ধতির সততা নিয়ে প্রশ্ন তোলা থেকেও আমরা বিরত থাকতে পারি। নির্বাচন পদ্ধতি সৎ, সুষ্ঠু এবং স্বচ্ছ। এ নির্বাচনে হার-জিতের ওপর আস্থা রাখা যেতে পারে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে