Views Bangladesh Logo

গাজা চুক্তি চূড়ান্তের বিষয়ে নেতানিয়াহুর প্রতি বাইডেনের আহ্বান

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তি দ্রুত চূড়ান্ত করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) নেতানিয়াহুর সঙ্গে বৈঠকালে তিনি এ আহ্বান জানান।

এ ব্যাপারে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট বাইডেন অবশিষ্ট ফাঁকফোকর বন্ধ করা, যত দ্রুত সম্ভব চুক্তি চূড়ান্ত করা, জিম্মিদের দেশে ফিরিয়ে আনা এবং গাজা যুদ্ধের টেকসই অবসানে পৌঁছানোর প্রয়োজনীয়তা প্রকাশ করেছেন।’

এতে আরও বলা হয়, তারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ‘মানবিক সংকট' এবং ত্রাণ সরবরাহে বাধা দূর করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ