Views Bangladesh Logo

শেষ দিনে ‘বিশ্বাস বজায় রাখার’ আহ্বান জো বাইডেনের

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শেষ দিন দক্ষিণ ক্যারোলিনা ভ্রমণে ছিলেন জো বাইডেন, যেখানে আমেরিকানদের ‘আসন্ন আরও ভালো দিনের জন্য বিশ্বাস বজায় রাখার’ আহ্বান জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউসকে ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেয়ার আগের দিন রোববার (১৯ জানুয়ারি) নাগরিক অধিকারের আইকন মার্টিন লুথার কিং জুনিয়রের সম্মানে জাতীয় ছুটির দিন উদযাপন করেন বাইডেন। উত্তর চার্লসটনের ঐতিহাসিক কালো গির্জা রয়্যাল মিশনারি ব্যাপ্টিস্ট চার্চের প্রার্থনায়ও যোগ দেন তিনি।

তিনি ‘কোথাও যাচ্ছেন না’ প্রতিশ্রুতি দিয়ে হতাশাগ্রস্ত সহকর্মী ডেমোক্র্যাটদের উদ্দেশ্যে ৮২ বছর বয়সী বাইডেন বলেন, ‘আমেরিকার প্রতি নিয়োজিত থাকতে এবং আমাদের অবশ্যই আগামীদিনের আরও ভালো দিনে বিশ্বাস রাখতে হবে’।

সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে রাজধানী ওয়াশিংটনের ইউএস ক্যাপিটালে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়েই প্রেসিডেন্ট হয়েছিলেন বাইডেন। ২০২৪ সালের নির্বাচনেও বাইডেন লড়তে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে প্রার্থী হয়ে ট্রাম্পের কাছে পরাজিত হন। তার রানিংমেট ওহাইওর সিনেটর জেডি ভ্যান্স এর কিছু সময় আগে শপথ নেবেন ভাইস-প্রেসিডেন্ট হিসেবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিগত অগ্রগতি কখনোই মসৃণ ছিল না। শেষ দিনের ভাষণে একটি বর্ণান্ধ জাতির স্বপ্নকে ‘বাস্তব’ করতে অব্যাহত লড়াইয়ের কথাও তুলে ধরেন ৪৬তম এই মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্পের এবারের বিজয়কেও কেউ কেউ ‘অগ্রগতি থেকে এক ধাপ পিছিয়ে’ বলে বর্ণনা করেছেন, যিনি ২০১৫ সালে নির্বাচিত হওয়ার আগে জোর দিয়ে বলেছিলেন, বারাক ওবামা আমেরিকান নন।

কিন্তু বাইডেন সমাবেশকারীদের বলেন, ‘যতোবার এই কালো গির্জায় সময় কাটাই, আমি একটি জিনিস মনে করি, ‘আশা’ শব্দটি।

রোববারের প্রথমার্ধ্বে হোয়াইট হাউসের ঘোষণা ছিল, তার চূড়ান্ত সরকারি কার্যক্রমে মার্কাস গার্ভেকে ক্ষমা করে দেন জো বাইডেন। জ্যামাইকান বংশোদ্ভূত লেখক ও বক্তা গার্ভেকে কেউ কেউ একজন ‘নবী’ হিসাবে দেখেছিলেন এবং তিনি আফ্রিকায় ফেরার পক্ষপাতী ছিলেন।

গারভেকে মেইল ​​জালিয়াতিতে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের সাজা দেয়া হলেও ১৯২৭ সালে প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ এই সাজা কমিয়েছিলেন। বাইডেনের ক্ষমার রেকর্ডও গারভেকে দোষী সাব্যস্ত করে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ