সৌদি চলচ্চিত্র সমালোচনা সম্মেলনে যাচ্ছেন বিধান রিবেরু
সৌদি আরবের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সমালোচনা সম্মেলনে (এফসিসি) আমন্ত্রণ পেয়েছেন দেশের গুণি চলচ্চিত্র সমালোচক, লেখক ও সাংবাদিক বিধান রিবেরু। সম্মেলনের গুরুত্বপূর্ণ ইভেন্ট সিম্পোজিয়ামেও বক্তব্য দেবেন তিনি।
দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় ও চলচ্চিত্র কমিশনের এই আন্তর্জাতিক ইভেন্টটি আগামী ৬ থেকে ১০ নভেম্বর পর্যন্ত রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে।
চলচ্চিত্র, টেলিভিশন এবং নতুন মিডিয়া সম্পর্কে ধারণা বিনিময়ে বিশ্বজুড়ে বিশেষজ্ঞ, লেখক, শিক্ষক এবং পেশাদারদের বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়তে গত বছর শুরু হয় এফসিসি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের শিক্ষক বিধান রিবেরু বলেন, সৌদির আন্তর্জাতিক সমাবেশটিরও অংশ হতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি।
ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএফসিএবি) সহকারী সেক্রেটারি জেনারেল বিধান রিবেরু ২০২২ সালে ফ্রান্সের ৭৫তম কান এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপরেস্কির জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্র বিষয়ক বেশ কয়েকটি বই ও নিবন্ধ রচনা এবং ম্যাগাজিন ‘সিনেমা দর্শন’ সম্পাদনা করেছেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে