বিজয়ের মাসে বিধান রিবেরুর মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের বই
বিজয়ের মাস শুরুর প্রথম দিনেই পাঠকের হাতে এলো জাগতিক প্রকাশনীর মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন বই। চলচ্চিত্র লেখক ও সমালোচক বিধান রিবেরুর লেখা বইটির নাম ‘ন্যাশনালিজম ইন বাংলাদেশ লিবারেশন ওয়ার ফিল্মস’। ইংরেজি ভাষার এই বইটিতে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ভিত্তি করে যেসব চলচ্চিত্র নির্মিত হয়েছে সেসব চলচ্চিত্রে জাতীয়তাবাদের স্বরূপ তুলে ধরা হয়েছে।
বইতে, ১৯৭১ থেকে ১৯২১ সাল পর্যন্ত, ৫০ বছরে যেসব মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে, সেসবের ভেতর থেকে উল্লেখযোগ্য চলচ্চিত্র আলোচনা ও বিশ্লেষণে স্থান পেয়েছে। এই বইটি বাঙালি পাঠককে তো বটেই, অবাঙালি পাঠককেও বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নিয়ে ভাবার নতুন খোড়াক দেবে।
জাগতিক থেকে প্রকাশিত বিধান রিবেরুর ‘ন্যাশনালিজম ইন বাংলাদেশ লিবারেশন ওয়ার ফিল্মস’ বইটির মূল্য ৩৫০ টাকা। এর প্রচ্ছদশিল্পী মোস্তাফিজ কারিগর।
বিগত প্রায় ১৮ বছর ধরে চলচ্চিত্র নিয়ে গবেষণা ও লেখালেখি করছেন বিধান রিবেরু। ঢাকা ও কলকাতা থেকে চলচ্চিত্র বিষয়ক তার এরই মধ্যে ১২টি বই প্রকাশিত হয়েছে। এ ছাড়াও বিভিন্ন চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ সংকলন, জার্নাল ও পত্রিকায় তার লেখা প্রকাশ হচ্ছে। তিনি ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি জুরির দায়িত্ব পালন করেছেন।
লেখকের ‘কানান্তর: কান চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা’ নামে আরো একটি বই এই জাগতিক প্রকাশনী থেকেই বেরিয়েছে এই বছরের ফেব্রুয়ারির বইমেলায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে