Views Bangladesh Logo

ঈদুল ফিতরে বিমানের অতিরিক্ত ফ্লাইট চলবে

 VB  Desk

ভিবি ডেস্ক

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (৫ মার্চ) বিক্রয় ও বিপণন অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত বছর ঈদকে কেন্দ্র করে রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সগুলো ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-বরিশাল রুটে ১২টি করে ফ্লাইট পরিচালনা করেছে এবং ঢাকা-যশোর রুটে ছয়টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করেছে।

এ বছর অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৪০টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

তবে যাত্রীদের আসনের প্রাপ্যতা ও চাহিদার ওপর নির্ভর করে টিকিটের দাম বাড়তে পারে।

বিভিন্ন রুটে মূল ভাড়ায় ১৫ থেকে ২৫ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে বিমানের। অফারটি চলবে রমজান মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত।

বর্তমানে (গ্রীষ্ম মৌসুমে) বিমান অভ্যন্তরীণ বিভিন্ন রুটে প্রতি সপ্তাহে ১৮৩টি যুদ্ধবিমান পরিচালনা করছে।

এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে সপ্তাহে সর্বোচ্চ ৪১টি ফ্লাইট পরিচালনা করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ