ঈদুল ফিতরে বিমানের অতিরিক্ত ফ্লাইট চলবে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (৫ মার্চ) বিক্রয় ও বিপণন অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত বছর ঈদকে কেন্দ্র করে রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সগুলো ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-বরিশাল রুটে ১২টি করে ফ্লাইট পরিচালনা করেছে এবং ঢাকা-যশোর রুটে ছয়টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করেছে।
এ বছর অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৪০টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
তবে যাত্রীদের আসনের প্রাপ্যতা ও চাহিদার ওপর নির্ভর করে টিকিটের দাম বাড়তে পারে।
বিভিন্ন রুটে মূল ভাড়ায় ১৫ থেকে ২৫ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে বিমানের। অফারটি চলবে রমজান মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত।
বর্তমানে (গ্রীষ্ম মৌসুমে) বিমান অভ্যন্তরীণ বিভিন্ন রুটে প্রতি সপ্তাহে ১৮৩টি যুদ্ধবিমান পরিচালনা করছে।
এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে সপ্তাহে সর্বোচ্চ ৪১টি ফ্লাইট পরিচালনা করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে