Views Bangladesh

Views Bangladesh Logo

বিআইপির সুবর্ণজয়ন্তীর উদযাপন

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ৯ নভেম্বর ২০২৪

সংগঠনের সুবর্ণজয়ন্তী এবং বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে দুদিনের নানা অনুষ্ঠান করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

রাজধানীর প্ল্যানার্স টাওয়ারের বিআইপি কনফারেন্স হলরুমে শনিবার (৯ নভেম্বর) সকালে ‘সমগ্র দেশের পরিকল্পনা করি, বৈষম্যহীন সুষম বাংলাদেশ গড়ি’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। বিআইপি’র সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. গোলাম রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার, থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ইমেরিটাস অধ্যাপক এ টি এম নুরুল আমিন এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমদ চৌধুরী ।

বিআইপি’র সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন এবং বোর্ড সদস্য (একাডেমিক এফেয়ার্স) পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি।

উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য দেন নগর উন্নয়ন অধিপ্তরের জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ শরিফ মো. তারেকুজ্জামান এবং ইঞ্জিনিয়ার মো: নুরুঊল্লাহ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ