টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্ব শুরু
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আজ সোমবার থেকে শুরু হয়েছে শূরায়ে নেজামের বিশ্ব ইজতেমার দুই ধাপের দ্বিতীয় পর্ব। এ জন্য আজ সকালে আম বয়ানের মাধ্যমে দ্বিতীয় পর্বটি শুরু হয়, যা আগামী বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
এরপর আট দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা শুরু হবে। যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
এর আগে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই পর্বের আখেরি মোনাজাতে রাজধানী ঢাকাসহ সারা দেশের কয়েক লক্ষাধিক মুসল্লি ছাড়াও অংশ নেন বিশ্বের অর্ধশতাধিক রাষ্ট্রের তিন সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান।
ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পাশের মঞ্চ থেকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমেদ। ২৪ মিনিটের মোনাজাতে মাওলানা জুবায়ের প্রথম ১২ মিনিট মূলত পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো পাঠ করেন, শেষ ১২ মিনিট বাংলা ভাষায় দোয়া করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে