Views Bangladesh

Views Bangladesh Logo

ইতিহাসের সর্বোচ্চ বিটকয়েনের দাম

VB Desk,  International

ভিবি ডেস্ক, আন্তর্জাতিক

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বেড়েই চলেছে বিটকয়েনের দাম। প্রতি দিনই দামে নতুন নতুন রেকর্ড ভাঙছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) প্রথমবারের মতো বিটকয়েনের দাম এক লাখ ডলার ছাড়িয়েছে। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এই ডিজিটাল মুদ্রা-বান্ধব নীতি নেবেন, এমন প্রত্যাশা থেকেই বাড়ছে বিটকয়েনের দাম। খবর স্কাই নিউজের।

এ বছর বিটকয়েনের মূল্য দ্বিগুণের বেশি বেড়েছে এবং ট্রাম্পের নির্বাচনী বিজয়ের পর চার সপ্তাহে প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই নির্বাচনে ক্রিপ্টো-বান্ধব একাধিক আইনপ্রণেতা মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছেন।

বিটকয়েন সর্বশেষ এক লাখ ২৭ ডলারে লেনদেন হয়েছে। তার আগের সেশনের তুলনায় ২ দশমিক ২ বেশি শতাংশ। অবশ্য এর আগে একই দিন এটি সর্বোচ্চ ১ লাখ ২৭৭ ডলারে পৌঁছেছিল।

মার্কিন ক্রিপ্টো প্রতিষ্ঠান গ্যালাক্সি ডিজিটালের প্রতিষ্ঠাতা ও সিইও মাইক নভোগ্রাটজ বলেন, আমরা একটি যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী হচ্ছি। চার বছরের রাজনৈতিক অচলাবস্থার পর বিটকয়েন ও পুরো ডিজিটাল সম্পদ ইকোসিস্টেম আর্থিক মূলধারায় প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে। এই গতি চালিত হচ্ছে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা, টোকেনাইজেশন ও পেমেন্ট প্রযুক্তির অগ্রগতি এবং আরও স্পষ্ট নিয়ন্ত্রক পথের মাধ্যমে।

হংকং-ভিত্তিক স্বাধীন ক্রিপ্টো বিশ্লেষক জাস্টিন ডি’অ্যানেথান বলেন, বিটকয়েনের দাম ১ লাখ অতিক্রম করা শুধু একটি মাইলফলক নয়; এটি অর্থনীতি, প্রযুক্তি ও ভূরাজনীতির পরিবর্তিত প্রবণতার প্রমাণ। একসময় যা কল্পনা বলে প্রত্যাখ্যাত হয়েছিল, আজ তা বাস্তবে হয়ে দাঁড়িয়েছে।

তবে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে এই বিটকয়েনকে ভালো চোখে দেখেননি ট্রাম্প। একে ‘প্রতারণা’ বলে উল্লেখ করার পাশাপাশি ডলারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এবারের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প নাটকীয়ভাবে নিজের অবস্থান বদলান এবং নিজেকে ক্রিপ্টো সমর্থক হিসেবে উপস্থাপন করেন। এমনকি গত সেপ্টেম্বরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নিজস্ব ক্রিপ্টো প্রতিষ্ঠান “ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল” চালুর ঘোষণা দেন ট্রাম্প।

বিশ্বজুড়ে মানুষের ব্যাপক আগ্রহ থাকলেও বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সিকে সাধারণত ঝুঁকিপূর্ণ সম্পদ হিসেবে দেখা হয়। এদের মূল্যও সব সময় ওঠানামা করে। ২০২১ সালের শেষের দিকে বিটকয়েন সর্বোচ্চ ৬৯ হাজার ডলারে উঠেছিল। তবে তার পরের বছর ১৬ হাজার ডলারে নেমে যায়। তবে ২০২২ সালের নভেম্বর থেকে ৩০০ শতাংশের বেশি বৃদ্ধির পরে মার্চ মাসে এটি তার আগের উচ্চতায় ফিরে আসে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ