দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নিল বিজেপি
ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্ত। শালিমার বাগের এই বিধায়ককে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ঐতিহাসিক রামলীলা ময়দানে নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শপথ নেবেন তিনি।
দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ২৭ বছর পর ক্ষমতায় ফিরেছে আর আম আদমি পার্টি টানা ১০ বছর শাসনের পর পরাজিত হয়েছে। নির্বাচনে জয় লাভের ১১ দিন পর বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের বৈঠক শেষে বিজেপি আনুষ্ঠানিকভাবে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে।
দলীয় সূত্রে জানা গেছে, লিঙ্গ ভারসাম্য, জাতিগত সমীকরণ ও রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনা করেই রেখাকে বেছে নিয়েছেন তারা।
রেখা গুপ্ত একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন এবং এবিভিপির নেত্রী হিসেবে কাজ করেছেন। রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকলেও এবারই তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হন।
১৯৭৪ সালে হরিয়ানার জুলানায় জন্ম নেয়া রেখা দিল্লি ও মেরঠের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করেছেন। ১৯৯৬ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন। এছাড়া ২০০৭ সালে দিল্লির পৌরভোটে জয়ী হন এবং পরে বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন। বর্তমানে তিনি বিজেপির নারী মোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি।
বিজেপি শাসিত রাজ্যগুলোর তুলনায় রেখা গুপ্ত তুলনামূলকভাবে তরুণ মুখ্যমন্ত্রী। যেখানে দলটির অন্য মুখ্যমন্ত্রীদের গড় বয়স ৫৫, সেখানে তার বয়স ৫০। রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠনের কাজে দক্ষতার জন্যই তাকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে