Views Bangladesh Logo

তসলিমাকে কলকাতায় ফেরাতে চায় বিজেপি

ভারতীয় পার্লামেন্টে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে ফেরাতে চেয়ে বক্তব্য রাখলেন বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য রাজ্যসভায় বলেন, ‘তসলিমা কলকাতাকে ভালোবাসেন। তিনি কলকাতায় থাকতে চান। তাকে উপযুক্ত নিরাপত্তা দিয়ে কলকাতায় ফেরানো হোক।’

এই বিজেপি সাংসদ বাংলা সাহিত্যে তসলিমার অবদানের কথা মনে করিয়ে রাজ্যসভায় বলেন, ‘আমি চাই ছদ্মবেশী প্রগতিশীলতার আড়ালে মুসলিম মৌলবাদের কাছে চূড়ান্ত আত্মসমর্পণের বিষয়টি বন্ধ হোক। তসলিমাকে ফেরানো হোক। (তসলিমার আগমনে) বাংলায় নারী আন্দোলনে নতুন সূর্যোদয় হবে বলে আমি মনে করি।’

অন্যদিকে শমীক ভট্টাচার্য্যের এই কথায় বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘১৮ বছর পর রাজ্যসভায় ভারতীয় জনতা পার্টির সাংসদ শমীক ভট্টাচার্য আমাকে কলকাতায় ফেরানোর দাবি জানালেন। জানি না কলকাতায় শেষ পর্যন্ত আমার ফেরা হবে কি না।’

এ ছাড়াও তাকে ধন্যবাদ জানান তসলিমা। এদিকে পশ্চিমবঙ্গের তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে পাল্টা নিশানা করে বলেন, ‘যখন তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেয়া হয়েছিল তখন তো সিপিএমের সরকার ছিল। তখন বিজেপি প্রতিবাদ করেনি কেন? আজ বাংলায় হিন্দু-মুসলিম ঝগড়া লাগানোর জন্য আবহ তৈরির চেষ্টা হচ্ছে।’

পশ্চিমবঙ্গের কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরি বলেছেন, ‘নতুন করে তসলিমাকে নিয়ে বিতর্ক তৈরি করে বাংলার রাজনীতিকে উত্তপ্ত করার মধ্য দিয়ে পরিবেশ নষ্ট করা ঠিক নয় বলে মনে করি। যে প্রশ্নকে সামনে রেখে অযথা দ্বন্দ্ব তৈরি হয় তা রাজ্যের এড়িয়ে চলা উচিত বলে মনে করি।’

এখন এটাই দেখার বিষয় বিজেপি সাংসদের এই প্রস্তাবনা কতদূর এগোয়। বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা বা না ফেরা নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ