৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দীন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশীদ জানান, বুধবার রাত ১টার দিকে পার্থকে তার রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে 'কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়ায়' তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ব্যারিস্টার পার্থকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, 'আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ঢালাওভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য দোষারোপ করছে। যদি তাই হয়, তাহলে তাদের ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়নি কেন? এটাই জনগণের প্রশ্ন।'
মির্জা ফখরুল বলেন, 'এতে প্রমাণিত হয় যে, বিএনপি কিংবা বিরোধী দলের কেউই আন্দোলনের সঙ্গে জড়িত নয়।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে