ইন্টারনেট সেবা বন্ধ করার কলাকানুন বন্ধ করা হবে: ফয়েজ আহমেদ তৈয়্যব
ইন্টারনেট সেবা বন্ধ করার সকল কলাকানুন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়্যব।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটরিয়ামে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ-টিআরএনবি আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন।
ইন্টারনেট সেবাকে নাগরিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, 'ইন্টারনেট বন্ধ করার কালাকানুন বন্ধ করে দেব।'
'অতীতে দেখেছেন ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিনিয়োগে সমস্যা দেখা দিয়েছে। আমাদের বিশ্বকে দেখানোর দরকার আছে যে, ইন্টারনেট আর বন্ধ হবে না- এটা বিনিয়োগকারীদের দেখানোর বাধ্যবাধকতা আছে, সেটা আমাদের দেখাতে হবে।'
তিনি আরও বলেন, 'আমাদের প্রথম উদ্যোগ টপোলজি পরিবর্তন। আমরা অনেকগুলো লাইসেন্স তুলে ফেলবো। লাইসেন্স লিমিটেড থাকবে না, লাইসেন্সের শর্ত পূরণের জন্য সময় দেওয়া হবে এবং নির্দিষ্ট সময়ে তা পূরণে ব্যর্থ হলে জরিমানা করা হবে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী। আলোচনায় অংশ নিয়েছেন মোবাইল অপারেটরদের সংগঠন এমটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার, সেক্রেটারি জেনারেল এবং আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞা, ইন্টারনেট সঞ্চালন প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী। টেলিটক বাংলাদেশের এটিএম সাইফুর রহমান খান, রবি’র কোম্পানি সেক্রেটারি ও চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম ও বাংলালিংক এর চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার তাইমুর রহমান বক্তব্য দেন।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আল-আমীন দেওয়ান। টিআরএনবি সভাপতি সমীর কুমার দে’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে