জর্ডান ও ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইসরায়েল ও জর্ডান সফরে যাচ্ছেন।
ইসরায়েলি নেতৃবৃন্দের সাথে জিম্মি মুক্তি নিয়ে আলোচনার পর বুধবার (১ মে) তিনি এ দু’দেশ সফরে যাবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় এ কথা বলা হয়েছে।
এর আগে ব্লিনকেনের সৌদি আরব সফরের কথা বলা হয়েছে। সৌদি আরবের পথে রোববার আয়ারল্যান্ড থেকে তাকে বহনকারী বিমানে জ্বালানি নেয়া হয়।
জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় হামলা বন্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোন সংলাপের প্রেক্ষিতে ব্লিনকেনের সফরের ঘোষণাটি আসে।
গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মিসর, কাতার ও যুক্তরাষ্ট্র গত কয়েকমাস ধরেই চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু এখনও চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।
যুদ্ধবিরতি নিয়ে প্রচেষ্টা অব্যাহত থাকার কথা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার বলেছেন, “যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি জনগণের মাঝখানে হামাস দাঁড়িয়ে আছে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে