Views Bangladesh Logo

নির্বাচন ইস্যুতে জমিয়তে উলামায়ে ইসলাম, ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক

 VB  Desk

ভিবি ডেস্ক

মিয়তে উলামায়ে ইসলাম ও ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে দুটি পৃথক বৈঠক করেছে বিএনপি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনার জন্য শুক্রবার এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে বৈঠক করে জমিয়তে উলামায়ে ইসলামের একটি প্রতিনিধি দল। এর আগে ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপি নেতারা।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান বলেন, দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে।

বিএনপির এই নেতা বলেন, ‘দেশের কল্যাণের প্রশ্নে দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের কোনো কারণ নেই।’

তিনি আরও জানান, জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী, যারা একসঙ্গে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছে।

জামিয়াত উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, তারা অবিলম্বে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণের পদক্ষেপ এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না—এ বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ