ছাত্র-শিক্ষকদের আন্দোলনে বিএনপি অনুপ্রবেশ করেছে: হাছান মাহমুদ
নিজস্ব কর্মসূচি নেয়ার ক্ষমতা না থাকায়’ কোটা পদ্ধতি ও পেনশন নিয়ে ছাত্র-শিক্ষকদের আন্দোলনে বিএনপি অনুপ্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'যারা ছাত্র-শিক্ষকদের আন্দোলনে অনুপ্রবেশ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের এ চেষ্টা সফল হবে না।’
হাছান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার কোটা পদ্ধতি বাতিল করেছে।
তিনি আরও বলেন, ‘কোটা পদ্ধতি পুনর্বহাল আদালতের সিদ্ধান্ত, সরকারি পদক্ষেপ নয়। বিক্ষোভ অবশ্যই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে। সমাধান আদালত থেকে আসা প্রয়োজন।’
প্রসঙ্গত, নবম থেকে ত্রয়োদশ শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার বংশধরদের জন্য ৩০ শতাংশ কোটা বহাল রেখে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায় পুনর্বহালের বিরোধিতা করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে তৃতীয় দিনের মতো আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে তারা। এর আগে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে। এরপর তারা মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে শাহবাগ মোড়ে সমাবেশে যোগ দেয়।
এ ছাড়াও সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যেকোনো আন্দোলনে যাওয়ার ক্ষমতা বিএনপির নেই। দল এখন তারেক-ভূতে আচ্ছন্ন।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নেতারাও তাদের দলীয় পদ হারানোর বিষয়ে আতঙ্কিত।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে