চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের মীরসরাইয়ে শত্রুতার জেরে কবির আহমদ সওদাগর (৭০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
জানা গেছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেটের দিদার টিম্বার ডোর অ্যান্ড ফার্নিচার দোকানে এই ঘটনা ঘটে। সেই সময় ওই বিএনপি নেতাকে বাঁচাতে গিয়ে আহত হন কয়েকজন।
নিহত কবির আহমদ উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমানে ইউনিয়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত রয়েছেন। আর আহতরা হলেন- দিদারুল আলম (৪২) ও জামশেদ আলম (৩৫), আবদুল বারেক (২৮), শরীফুল ইসলাম (৩০) ও অজ্ঞাত (৩০)। এদের মধ্যে দিদারুল ও জামশেদ নিহতের ছেলে।
এ বিষয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী দাবি করেন, বিএনপির প্রবীণ নেতা কবির আহমদের মার্কেটে একটি দোকানে কয়েক মাস আগে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কবির আহমদ ও জিয়া উদ্দিন বাবলুর শত্রুতা সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ৭-৮ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কবির আহমদের দোকানে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। হামলায় ঘটনাস্থলে কবিরের মৃত্যু হয়। বাবাকে বাঁচাতে গিয়ে আহত হন তার দুই ছেলে দিদারুল আলম ও জামশেদ আলমসহ দোকানের কয়েকজন কর্মচারী। খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে জোরারগঞ্জ থানার ওসি এ টি এম শিফাতুল মাজদার বলেন, শত্রুতার জেরে তার ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে