ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে আলোচনায় বিএনপি
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবারের (১৮ জানুয়ারি) সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সব নাগরিকের সমান সুযোগ সৃষ্টির জন্য কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের একযোগে কাজ করতে হবে। আপনাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে