Views Bangladesh

Views Bangladesh Logo

বিএনপির শোভাযাত্রায় ‘খাঁচায় বন্দি শেখ হাসিনা’

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রায় খাঁচায় বন্দি প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করেছেন দলটির কর্মীরা।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে র‍্যালির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আর এই র‍্যালি শুরুর আগের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। র‍্যালি শুরু হওয়ার আগে বিএনপির শোভাযাত্রায় খাঁচায় বন্দি অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করা হয়।

ভিডিওতে দেখা যায়, একটি খাঁচার ভেতরে বন্দি রয়েছেন প্রতীকী শেখ হাসিনা। তাকে টিয়া রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরানো হয়েছে। তার চোখে কালো রঙের চশমা। মাথায় চুলের বেণি করে তৈরি করা দুটি শিং। একই সঙ্গে তার মুখে রঙ এবং কৃত্রিম দাঁত লাগিয়ে রাক্ষসের মতো ফুটিয়ে তোলা হয়েছে।

খাঁচার গায়ে একাধিক প্ল্যাকার্ডও ঝুলিয়ে রাখতে দেখা যায়। যাতে লেখা ছিলো— ‘বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম রাক্ষসী’, ‘আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই’, ‘আমি নিরপরাধ ও নির্দোষ মানুষ গুম করি’, ‘আমি ভারতের সাথে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করি’, ‘আমি নিরপরাধ ছাত্র খুনি’ নানা রকমের ব্যাঙ্গাত্মক বাক্য।

এসময়ে বিএনপির অন্যান্য উৎসুক কর্মী এবং পথচারীদের ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে দেখা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ