দলে ফিরলেন এস আলম ইস্যুতে পদ হারানো চট্টগ্রাম বিএনপির তিন নেতা
আলোচিত শিল্পগ্রুপ এস আলমের বিলাসবহুল দশটি গাড়ি সরানোর ঘটনায় প্রাথমিক সদস্যসহ সব পদ হারিয়েছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ানসহ তিন শীর্ষ নেতা। চার মাস পর তাদেরকে দলে ফিরিয়ে আনা হয়েছে।
দলের সদস্যপদ ফিরে পাওয়া অন্য দুই নেতা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এনামুল হক ও কর্ণফুলী উপজেলা শাখার সাবেক আহবায়ক এস এম মামুন।
বুধবার (২৫ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি তথ্যে জানানো হয়, ওই তিন নেতার আবেদনে তাদেরকে দলে ফেরানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য গত ১ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, প্রথম যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়েছে’।
২৯ আগস্ট চট্টগ্রামের কালুরঘাটে এস আলম গ্রুপের ওয়্যারহাউজ ফ্যাক্টরি থেকে একাধিক বিলাসবহুল গাড়ি রাতের আঁধারে নিরাপদে সরিয়ে নেয়ার অভিযোগে ওই তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। একইসাথে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিও বাতিল করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে