জাতীয় নির্বাচন নিয়ে জোটের সঙ্গে সংলাপ করছে বিএনপি
ঐক্যকে সুসংহত করতে এবং আগামী সাধারণ নির্বাচন নিয়ে মতামত জানতে আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে একযোগে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি।
শনিবার (২১ ডিসেম্বর) ১২ দলীয় জোটের নেতাদের প্রথম বৈঠকের মধ্য দিয়ে জোটের সব রাজনৈতিক দলের সঙ্গে নতুন দফা সংলাপ শুরু হয়েছে।
বিকেল চারটার দিকে শুরু হওয়া বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অংশ নেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা।
বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
সন্ধ্যায় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে দলটির।
আগামী দিনে অন্যান্য সমমনা দল ও জোটের সঙ্গেও বৈঠক করবে বিএনপি।
দলের স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, তারা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। আসন্ন নির্বাচন, সরকারের সংস্কার উদ্যোগ এবং প্রধান উপদেষ্টার সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপ নিয়েও জোটের শরিকদের মতামত নেবেন।
তিনি বলেন, সমমনা রাজনৈতিক দলগুলোর পরামর্শের ভিত্তিতে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবেন তারা।
তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িতদের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক কমিটি’ গঠনের চলমান প্রচেষ্টা নিয়েও সংলাপে আলোচনা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে