Views Bangladesh Logo

ভারতীয় পণ্য বর্জনে সরব থাকবে বিএনপি: রিজভী

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতীয় পণ্য বর্জনে বিএনপি সরব থাকবে। ভারতীয় পণ্য বর্জনের কারণ হলো তারা অগণতান্ত্রিক একটি সরকারকে সমর্থন করে। যারা জনগণকে জিম্মি করেছে তাদের পক্ষে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২০ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ ভারতীয় পণ্যে পরিণত হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নেই। এখন তারা একটি ভারতীয় পণ্যে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে ভারত আওয়ামী লীগকে অন্যায়ভাবে ক্ষমতায় বসিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে।

আওয়ামী লীগের ক্ষমতার উৎস ভারত বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেন, বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ পুরো দেশটাকেই ডামী রাষ্ট্র বানিয়ে ফেলেছে। আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ নয়, তাদের ক্ষমতার উৎস ভারত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ