Views Bangladesh Logo

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ কর্মসূচি ঘোষণা বিএনপির

 VB  Desk

ভিবি ডেস্ক

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিনদিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার ( ২৬ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৯ জুন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে, ১ জুলাই সারাদেশের মহানগরগুলোতে এবং ৩ জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো বেগবান করা হবে। এ আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই।

শুক্রবার(২১ জুন) দিনগত রাত সাড়ে তিনটায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। রোববার বিকালে তার হৃদ্‌যন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ