Views Bangladesh

Views Bangladesh Logo

বিএনপি চায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মোদি সরকার গণতন্ত্রকে অগ্রাধিকার দেবে: ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ১০ জুন ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দল চায় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নতুন ভারতীয় সরকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ভিত্তিপ্রস্তর হিসেবে বাংলাদেশের গণতন্ত্র অন্বেষণে জোর দেবে।

জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

তিনি আরও বলেন, 'ভারতে যে মানদণ্ড দেখা যায়, সেখানে নাগরিকরা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এবং সেখানে নির্বাচন কমিশন ও বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে, একই মান অর্জনের জন্য এদেশের মানুষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে। এই লক্ষ্য অর্জনে এবং একইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের দল (বিএনপি) কাজ করে যাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, 'ভারতের নতুন সরকারের কাছ থেকে আমরা যা আশা করি তা হলো, তারা বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সম্মান করবে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে।’

তিনি আরও বলেন, ভারত নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী প্রতিবেশী দেশ।

উল্লেখ্য, ভারতের ১৮তম সাধারণ নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯৩টি আসনে জয়ী হওয়ায় টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেন নরেন্দ্র মোদি। এরই পরিপ্রেক্ষিতে রবিবার তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ