চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন চায় বিএনপি
চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ মতামত দেয় দলটির হাইকমান্ড।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকের নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির এ বৈঠকে আগামী নির্বাচনের রোডম্যাপ ও সম-সাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মত দিয়েছে দলটির হাইকমান্ড।
বৈঠকে নেতারা জানান, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা-চিন্তা, সেটা জাতীয় নির্বাচনের জন্য সময়ক্ষেপণ।
তাদের মতে, অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়ে জনআকাঙ্ক্ষা অনুযায়ী চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং এর সকল আয়োজন সম্পন্ন করা।
সূত্র আরও জানায়, স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি নেতারা সভা-সেমিনারের মধ্য দিয়ে নির্বাচনের এই দাবিকে শিগগিরই সামনে নিয়ে আসবেন।
এ ছাড়াও সম্প্রতি শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানো নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয় বলে জানা গেছে।
বিএনপি নেতারা মনে করেন, রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো নির্বাচিত সরকার থাকলে তারা কোনোভাবে জনগণের দুর্ভোগ বাড়ানোর কারণ হয়ে দাঁড়াত না। তারা জনঘনিষ্ঠ এবং দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত পণ্যে এভাবে ভ্যাট-ট্যাক্স বাড়াতো না।
স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে