কক্সবাজার সরকারি কলেজের লোগো থেকে ‘নৌকা’ বাদ
ছাত্র-জনতার অবিস্মরণীয় গণঅভ্যুত্থানে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম ধাপ হিসেবে কক্সবাজার সরকারি কলেজের লোগো সংশোধন করা হয়েছে। লোগো থেকে ‘নৌকা’ সরিয়ে নতুন করে সংযুক্ত করা হয়েছে ‘সূর্য-কলম’।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বুধবার (৩০ অক্টোবর) অ্যাকাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
এ প্রসঙ্গে কলেজের সাবেক ছাত্র মিজবাহ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কলেজের লোগোতে পরিবর্তন আনতে বলে আসছিলাম। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক দলের প্রতীক থাকতে পারে না।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে