Views Bangladesh

Views Bangladesh Logo

টেকনাফে নৌকাডুবি, শিশুসহ ৭ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

মিয়ানমারে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলছে যুদ্ধ। এ পরিস্থিতিতে নদীপথে  পালিয়ে আসতে গিয়ে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চার শিশুসহ সাতজনের মৃত্যু হয়। এ ছাড়াও এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত আটজন।

সোমবার (১৯ অগাষ্ট) এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর মঙ্গলবার (২০ অগাষ্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফের লেদা ও শাহপরীর দ্বীপ থেকে ভেসে আসা মরদেহগুলোকে উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে স্থানীয়ভাবে দাফন করা হয়।

হ্নীলার সীমান্তের এক বাসিন্দা বলেন ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের মুখে পড়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। গতকাল (সোমবার) নাফনদী পেরিয়ে একটি রোহিঙ্গা বহনকারী নৌকা বাংলাদেশে অনুপ্রবেশকালে ঝড়ো হাওয়ার কবলে পরে নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তারই পরিপ্রেক্ষিতে নাফ নদীতে রোহিঙ্গাদের মরদেহ ভেসে আসছে।’

আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এক কর্মী বলেন, ‘আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুসহ সাতজন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মরদেহগুলোর মধ্য একজন গর্ভবতী নারীও ছিল। এই নিয়ে গত এক সপ্তাহে আমরা মিয়ানমার থেকে পালিয়ে আসা গুলিবিদ্ধ ও নৌকাডুবিতে নিহত ১৮৬ জনের মরদেহ দাফন করেছি। তার মধ্য সবচেয়ে বেশি ছিল শাহপরীর দ্বীপে।’

নৌকাডুবির ঘটনার সত্যতা স্বীকার করে টেকনাফের-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘নাফ নদীতে কিছু রোহিঙ্গাদের মৃতদেহ ভেসে আসে। সেগুলো স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয়ভাবে দাফনকাজ সম্পন্ন করেছে।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ