Views Bangladesh

Views Bangladesh Logo

নিখোঁজের তিনদিন পর মিলল আওয়ামী লীগ নেতার মরদেহ

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

ট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিঁখোজের তিনদিন পরে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আবু তাহের ভূঁইয়া (৫২) উপজেলার সদর ইউনিয়নের জামালের দোকান এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার জামালের দোকান সংলগ্ন একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, গত ২২ অক্টোবর সন্ধ্যায় বাজারের কথা বলে বাড়ির বাইরে যান আবু তাহের। এরপর থেকেই তিনি নিঁখোজ ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ২৩ অক্টোবর মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

স্বজনরা দাবি করেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে তাহেরকে হুমকি দেওয়া হচ্ছিল।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের শরীরে পচন ধরেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ