Views Bangladesh Logo

বাসা থেকে চলচ্চিত্র পরিচালকের মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মগবাজারে বাসা থেকে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ ছবি দুটি পরিচালনা করেছেন।

মগবাজারের দিলু রোডের একটি ভবনের পঞ্চম তলায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। মঙ্গলবার (৭ মে) রাতে পুলিশ সেখানে গিয়ে দরজা ভেঙ্গে বাসার ভিতর থেকে তার মরদহে উদ্ধার করে।

এ বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার এসআই মো. এনামুল হক জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তারা দেখতে পান, তিনি মৃত অবস্থায় বিছানায় উপুড় হয়ে পড়ে আছেন। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকের আউয়ালের বন্ধুরা জানিয়েছে, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ