বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই
জনপ্রিয় বলিউড অভিনেতা ও পরিচালক মনোজ কুমার আর নেই। শুক্রবার (৪ এপ্রিল) সকালে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে তিনি। খবর আনন্দবাজারের।
জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় গত ২১ ফেব্রুয়ারি মনোজ কুমারকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সিরোসিস অফ লিভারে আক্রান্ত ছিলেন, যা তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটায়।
বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স (সাবেক টুইটার) অক্যাউন্টের হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “প্রবীণ অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমারের মৃত্যুতে আমি শোকাহত। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য খ্যাত তিনি। তাই ‘ভারত কুমার’ বলে সম্বোধন করা হত তাকে। নিজের দেশের প্রতি ভালোবাসা শেষ দিন পর্যন্ত ধরে রেখেছিলেন। তার মৃত্যু আমাদের চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি।”
বলিউড অভিনেতা মনোজ কুমার তার অভিনীত অধিকাংশ চলচ্চিত্রে দেশপ্রেমের বার্তা তুলে ধরেছেন। ‘পুরব পশ্চিম’, ‘রোটি কাপড়া আউর মকান’, ‘ক্রান্তি’র মতো চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয় দর্শকের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে। দেশপ্রেমকে কেন্দ্র করে নির্মিত এসব ছবির জন্য তিনি ‘দেশভক্ত’ হিসেবে খ্যাতি অর্জন করেন।
১৯৩৭ সালে ভারতের পাঞ্জাবে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা মনোজ কুমারের প্রকৃত নাম হরিকৃষ্ণ গোস্বামী হলেও রুপালি পর্দায় তিনি মনোজ কুমার নামেই পরিচিতি পান। ১৯৫৭ সালে বলিউডে পা রাখেন তিনি। দেশপ্রেমনির্ভর ছবিতে ধারাবাহিকভাবে কাজ করে নিজেকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেন। অভিনয়ে বিশেষ অবদানের জন্য তাকে ‘ভারত কুমার’ উপাধিতে সম্মানিত করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে