বঙ্গ নিয়ে এলো গেম শো ‘ফ্যামিলি ফিউড’
বিশ্বের ৭৫টিরও বেশি দেশে জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড’ এবার প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। এটি প্রচারিত হবে বঙ্গ’র ওটিটি প্ল্যাটফর্ম ও এনটিভিতে।
শো-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম মধুর ব্র্যান্ড ‘ডাবর হানি’।
ডাবর এবং বঙ্গর এই যুগান্তকারী অংশীদারিত্বের মাধ্যমে শুরু হচ্ছে ফ্যামিলি ফিউড বাংলাদেশের রোমাঞ্চকর মৌসুম। এতে থাকবে পারিবারিক বন্ধন, মজার প্রতিযোগিতা এবং একদম ভিন্নধর্মী বিনোদনের সমাহার। শোটি উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেতা এবং সংগীতশিল্পী তাহসান খান।
বঙ্গ-এর চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মামুন আতিক বলেন, ‘ডাবরের সাথে অংশীদারিত্বে আমরা ফ্যামিলি ফিউড বাংলাদেশ নিয়ে আসতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। এই শো পরিবার, হাসি এবং সম্পর্ক উদযাপন করে- যা আমাদের দর্শকদের সাথে গভীরভাবে সংযুক্ত। ডাবরকে সাথে নিয়ে আমরা দর্শকদের এক অনন্য বিনোদন অভিজ্ঞতা উপহার দিতে প্রস্তুত।’
ফ্যামিলি ফিউড বাংলাদেশ ২০২৫ সালের শুরুর দিকে বঙ্গ-এর ওটিটি প্ল্যাটফর্ম এবং এনটিভিতে সম্প্রচারিত হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে