বইমেলায় বিক্রি আনুমানিক ৪০ কোটি, হিসাব মিলেছে ২০ কোটির
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় এবার অংশ নেওয়া ৭০৩টির মধ্যে ৩৫১টি প্রকাশনীর বই বিক্রির হিসাব পেয়েছে বাংলা একাডেমি। তাদের বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। তবে বাকি প্রকাশনীগুলোর বই বিক্রিসহ মোট পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা হবে বলে মনে করছে বাংলা একাডেমি।
মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় বইমেলা কমিটির সদস্য সচিব সরকার আমিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলায় মোট বইবিক্রির পরিমাণ নিয়ে কিছু বিভ্রান্তি পরিলক্ষিত হয়েছে। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সমাপনী অনুষ্ঠানে প্রদত্ত প্রতিবেদনে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমির নিজস্ব বিক্রির পরিমাণ প্রায় ৬১ লাখ বলে জানিয়েছিলেন। কিন্তু অনেকেই সে সংখ্যাকে মেলার মোট বিক্রির পরিমাণ ধরে নিয়ে ইচ্ছাকৃতভাবে বা অসচেতনভাবে বিভ্রান্তি ছড়িয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবার বইমেলায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠান ছিল ৭২১টি। এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠান মিডিয়া ও স্বাস্থ্যসেবার। বাকি ৭০৩টি প্রকাশনা প্রতিষ্ঠান। এবার যথেষ্ট তাগাদা দিয়ে এবং সময়ক্ষেপণ করে মোট ৩৫১টি প্রতিষ্ঠানের বই বিক্রির হিসাব পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। বাকি প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বিক্রির পরিমাণ যোগ করে মোট বিক্রি আনুমানিক ৪০ কোটি টাকা হতে পারে।
বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার মেলা শেষে বাংলা একাডেমির মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৬ হাজার ৩৯৩ টাকা। তবে মেলায় আগের বছরগুলোর এবং এ বছরের বই বিক্রির হিসাব মূলত প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে করা আনুমানিক হিসাব।
উল্লেখ্য, গত বছর ৩১ দিনের বইমেলা চলে ১ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২ মার্চ পর্যন্ত। ওই বইমেলায় প্রায় ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছিল বাংলা একাডেমি কর্তৃপক্ষ। পুরো মেলায় প্রায় ৫০ লাখ লোকসমাগম হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে