ক্ষুদে শিক্ষার্থীদের বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে নারী মৈত্রী এবং এডুকো বাংলাদেশ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো বই পড়া প্রতিযোগিতা। বই পড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। ঢাকা শহরের ২০টি প্রাথমিক বিদ্যালয় থেকে শতাধিক শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
শুরুতেই জুরি বোর্ডের কাছে তাদের ‘রিডিং পড়া’ উপস্থাপন করে শিক্ষার্থীরা। বই পড়া প্রতিযোগিতার মূল আকর্ষণ বা লক্ষ্য ছিল শুদ্ধ উচ্চারণ, গতিশীলতা, বিরাম চিহ্নের ব্যবহার এবং বোধগম্যতা। উৎসবমুখর পরিবেশে শিশুরা বই পড়া প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার পরপরই অনুষ্ঠিত হয় শিশুদের অভিব্যক্তি প্রকাশ, অতিথিবৃন্দের বক্তব্য এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। শিশুরা ক্রেষ্ট, মেডেল, সার্টিফিকেট, বই, রং পেন্সিল এবং পানির ফ্লাক্স পুরষ্কার হিসাবে পেয়ে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীবৃন্দ জানায়, এই ধরণের প্রতিযোগিতায় তারা প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে, তারা মনে করে বই পড়া প্রতিযোগিতা শিশুদের মধ্যে থাকা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম। তিনি বলেন, “নারী মৈত্রীর আয়োজিত বই পড়া প্রতিযোগীতা নিঃসন্দেহে দারুণ একটি উদ্যোগ। যতই পড়িবে ততই জানিবে। তাই বই পড়ার কোনো বিকল্প নেই।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার আবু সায়েম তৌহিদুল ইসলাম। তিনি বলেন, “নারী মৈত্রী যে সকল স্কুলে কাজ করছে, সে সকল স্কুলের প্রতিটি শিশুর জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ নিশ্চিত করে থাকে। ফলে শিশুরা উপকৃত হয়। বই পড়া প্রতিযোগিতায় শিশুরা অংশগ্রহণ করতে পেরে ভীষণ আনন্দিত।”
বই পড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক এবং নারী মৈত্রীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে