Views Bangladesh Logo

কলকাতার কবি দম্পতির বই একুশের বইমেলায়

 VB  Desk

ভিবি ডেস্ক

সৈকত ঘোষ ও প্রত্যূষা সরকার একঘরে যাপন করেন কবিজীবন। দুজনই ওপার বাংলার মানুষ; কিন্তু দুজনের দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে অমর একুশের বইমেলায়। সৈকত ঘোষের কবিতার বই ‘রাংতায় মোড়া উৎসব’ প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ এবং প্রত্যূষা সরকারের কবিতার বই ‘আজকাল সহবত শিখছি’ প্রকাশ করেছে ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’।

কবি হলেও প্রত্যুষা সরকার একটি গল্পগ্রন্থ ও একটি উপন্যাসও লিখেছেন। তার কবিতার বই ৫টি। ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে জন্ম তার। বর্তমানে স্বামীর সঙ্গে বাস করছেন নৈহাটিতে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এবং ব্যাচেলর অব এডুকেশন ডিগ্রি নিয়ে ছবি আঁকা, আবৃত্তি জগতে তার বিচরণ। যদিও তিনি বলেন, হঠাৎ করেই তার লেখালেখিতে আসা; কিন্তু তার লেখালেখির অনুপ্রেরণা তার বাবা। লেখালেখি, ছবি আঁকা, ছবি তোলা, ঘুরে বেড়ানো, শখের রান্নাবান্না, প্রিয়জনের সঙ্গে আড্ডা সব মিলিয়ে তিনি সব সময় এক শৈল্পিক জীবনযাপন করেন।

‘আজকাল সহবত শিখছি’ কবিতাগ্রন্থে কবিতা আছে ৫৬টি। গদ্য ঢঙে লেখা কবিতাগুলোর বচনের মতোই প্রত্যূষার বচন হয়ে উঠেছে।
সৈকত ঘোষ পুরোদস্তর কবি। তার প্রথম কবিতার বই প্রকাশিত হয় ২০১২ সালে। তারপর থেকে প্রতি বছরই তার একটি করে কবিতার বই বেরিয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়েও আগাগোড়া কবি। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। সিনেমার চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। গীতিকার হিসেবেও তিনি পরিচিত। নেশা- বইপড়া, সিনেমা দেখা, ফিল্ম মেকিং। প্রেম- সমুদ্র, কালো কফি আর প্রত্যূষা।

আশ্চর্য ব্যাপার হচ্ছে, ‘রাংতায় মোড়া উৎসব’ কবিতা বইয়েও কবিতা আছে ৫৬টি। হয়তো স্বামী-স্ত্রী মিলে পরিকল্পনা করেই এটা করেছেন। উভয়ের কবিতার বইয়ে সমানসংখ্যক কবিতা। সৈকত ঘোষের কবিতাগুলোও গদ্যরূপে। জীবনযাপনের নানা অনুষঙ্গ, স্বপ্ন, বাস্তবতা, কুহক, আলো, আয়না, শূন্য ইত্যাদি ভাব-উপলব্ধি তিনি তুলে এনেছেন কবিতায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ