নয়াপল্টনে ককটেল বিস্ফোরণে কিশোর আহত
রাজধানীর নয়াপল্টন এলাকায় কুড়িয়ে পাওয়া শপিংব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে সানি (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে ।
ককটেলের স্প্রিন্টারে আহত ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার বেলা ২টার দিকে নয়াপল্টন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে বিকেল সাড়ে ৩ টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়।
সানি ওই এলাকায় পরিত্যক্ত জিনিস টোকানোর সময় একটি শপিংব্যাগে থাকা ককটেলটি ফেটে যায়। এতে ওই কিশোরের হাত-পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, ‘আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।’
তিনি আরও বলেন, ককটেল বিস্ফেরণে সানির হাত-পা এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। সানি ভবঘুরে প্রকৃতির। সে বিভিন্ন এলাকায় ভাঙ্গারী কুড়িয়ে বিক্রি করতো। আহত সানির বাবার নাম টিটু মিয়া। সে নগরীর কাকরাইল এলাকায় থাকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে