Views Bangladesh Logo

বিপিএল ২০২৫: স্থানীয় ক্রিকেটারদের ৭৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করলো দুর্বার রাজশাহী

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী বৃহস্পতিবার তাদের সকল স্থানীয় ক্রিকেটারের পারিশ্রমিকের ৭৫ শতাংশ পরিশোধ করেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটার— উভয় পক্ষই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, বাকি ২৫ শতাংশ পরিশোধ করা হবে ৮ মার্চের মধ্যে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি আমাদের দেয়া তৃতীয় কিস্তির অর্থ এবং বিপিএলের নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের শেষ কিস্তির অর্থ ৮ মার্চের মধ্যে পরিশোধ করা হবে।

এতে আরও বলা হয়, আমাদের প্রতি ক্রিকেটারদের ধৈর্য ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা প্রতিশ্রুতি পূরণ করতে পেরে আনন্দিত।

এদিকে, রাজশাহীর এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘বৃহস্পতিবার আমাদের ৭৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে। আমার মনে হয়, মিডিয়ার খবর প্রকাশ ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণেই আমরা দ্রুত অর্থ পেয়েছি’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ