Views Bangladesh Logo

বিপিএলের ফাইনাল আজ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

জ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে মাসব্যাপী চলমান একাদশ বিপিএলের।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। এক ঘণ্টা এগিয়ে ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের শিরোপা ধরে রাখার মিশন এটা। অন্যদিকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেয়ার অপেক্ষায় কিংসরা। শিরোপা জয়ের ব্যাপারে দুই দলের অধিনায়কই আশাবাদ ব্যক্ত করেছেন।

বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘যে দল বেশি শান্ত থাকবে, সে দলেরই জেতার সুযোগ বেশি। কোয়ালিফাইয়ের ম্যাচগুলোতে এবার আমি বেশি চাপে ছিলাম। ফাইনাল খেলার সৌভাগ্য এর আগে দু’বার হয়েছে আমার। সাধারণত ফাইনাল নিয়ে আমি বেশি কিছু ভাবি না। আশা করি কালকের দিনটাও এরকমই যাবে।’

তিনি বলেন, ‘আমরা সবাই বলি ফাইনাল আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এমন অবস্থায় আপনাকে অবশ্যই অনেক বেশি শান্ত থাকতে হবে। আপনার যদি নার্ভাসনেস কাজ করে, আর আপনি যদি চাপ সরাতে না পারেন তাহলে আপনি ভুল করবেন। এটাই আমার চাবিকাঠি। যে দল বেশি শান্ত থাকবে, তাদের সুযোগ বেশি থাকবে।’

চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমাদের শুরু থেকেই অনেক সমালোচনা শুনতে হয়েছে। তবে আমরা সেটা কখনোই মাথায় নিইনি। আমরা জানতাম, পারফরম্যান্সই সব কথার জবাব দিতে পারবে। আজকের ফাইনাল আমাদের কাছে সেই মঞ্চ। আমরা চাই, চ্যাম্পিয়ন হয়ে সবাইকে দেখিয়ে দিতে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ