Views Bangladesh Logo

জারা জামান টেকনোলজির কর্মীদের ব্যাংকিং অভিজ্ঞতা বাড়াচ্ছে ব্র্যাক ব্যাংক

Press Release

প্রেস রিলিজ

দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, জিআরজি-ব্র্যান্ডেড এটিএম এবং অ্যান্ড্রয়েড পিওএস টার্মিনালের বৃহত্তম সরবরাহকারী জারা জামান টেকনোলজি লিমিটেডের সঙ্গে কর্মচারী ব্যাংকিং (ইবি) চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।

এই অংশীদারিত্বে নিরবচ্ছিন্ন ও ফলপ্রসূ ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করবেন জারা জামান টেকনোলজির কর্মীরা। পরিষেবাগুলো হচ্ছে বেতন অ্যাকাউন্ট, বহু-মুদ্রা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঋণ সুবিধা, আমানত পেনশন স্কিম (ডিপিএস), ফিক্সড ডিপোজিট (এফডি) এবং ব্র্যাক ব্যাংকের কর্মচারী ব্যাংকিং প্রস্তাবের অধীনে বিশেষ সুযোগ-সুবিধা।

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান মাহিউল ইসলাম এবং জারা জামান টেকনোলজির চেয়ারম্যান মৃধা মো. আরিফুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন জারা জামান টেকনোলজির প্রধান অনুপ কুমার অধিকারী ও সার্ভিস ম্যানেজমেন্ট প্রধান শোহেল আহমেদসহ টিম সদস্যরা। ছিলেন ব্র্যাক ব্যাংকের কর্মচারী ব্যাংকিং বিভাগের প্রধান এ কে এম শাহাদুল ইসলাম, রিটেইল ব্যাংকিংয়ের জাতীয় বিক্রয় বিভাগের প্রধান জসিম উদ্দিন চৌধুরী ও রিটেইল বিক্রয় ইউনিট-৬ এর প্রধান এ কে এম ফজলুল হকসহ টিম সদস্যরাও।

এই সহযোগিতা ব্র্যাক ব্যাংকের কর্মীদের দৈনন্দিন ব্যাংকিং যাত্রা উন্নত করতে উদ্ভাবনী আর্থিক সমাধান এবং মূল্য-ভিত্তিক পরিষেবার মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতায়নের প্রতিশ্রুতিকে আরও জোরদার করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ