Views Bangladesh

Views Bangladesh Logo

কোটা সংস্কার দাবিতে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

রকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার এক পাশ অবরোধ করে রাখেন তারা।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অবরোধের কারণে বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোডমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে বনশ্রী ও আবুল হোটেল হয়ে আসা গণপরিবহনসহ শত শত যানবাহন দীর্ঘ যানজটে পড়ে। ফলে বিকল্প রাস্তা হিসেবে হাতির ঝিলকে অনেকে বেছে নিচ্ছেন।

এ বিষয়ে বাড্ডা থানার এসআই মোজ্জামেল হক সংবাদমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ১০টার পর শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী সড়কে রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে মেরুল বাড্ডা থেকে রামপুরাগামী রাস্তার যান চলাচল আংশিকভাবে চালু রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ